Date: 21.12.2025 Monday
লাইফ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র
গাইটাল, কিশোরগঞ্জ
আপনার নতুন জীবনের যাত্রাপথে বিশ্বস্ত সঙ্গী
- ১. মাদক কেবল শরীর নয়, তিলে তিলে ধ্বংস করে আপনার সাজানো স্বপ্ন ও ভালোবাসার পরিবার।
- ২. মায়ের চোখের জল আর বাবার দীর্ঘশ্বাসের ভার কি আপনি সইতে পারবেন? ফিরে আসুন আলোয়।
- ৩. অন্ধকার ধোঁয়ায় নিজেকে না পুড়িয়ে, জীবনের রঙে নিজেকে রাঙিয়ে তুলুন।
- ৪. আপনার একটি ভুল সিদ্ধান্তে কেন ঝরে যাবে আপনার নিষ্পাপ সন্তানের ভবিষ্যৎ?
- ৫. ক্ষণিকের মোহে জীবনকে তুচ্ছ করবেন না, কারণ আপনি অনেকের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।
- ৬. নিজেকে ভালোবাসুন, কারণ এই সুন্দর পৃথিবীতে আপনার প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি।
- ৭. মাদককে 'না' বলুন, দেখবেন আগামীকালের সূর্যোদয়টা আগের চেয়েও অনেক বেশি উজ্জ্বল।
- ৮. হারিয়ে যাওয়া বিশ্বাস আর সম্মান ফিরে পেতে একটি বলিষ্ঠ পদক্ষেপই যথেষ্ট—আমরা আছি সাথে।
- ৯. জীবনটা একবারই পাওয়া যায়, একে ছাই না করে ভালোবাসার পবিত্রতায় ভরে দিন।
- ১০. ভয় নেই, নতুন করে বাঁচার শপথ নিন আজই—জীবনের জয়গান গাইতে আমরা প্রস্তুত আপনার পাশে।
Arranged by: Asif Rahman, Coordinator, Life Rehabilitation Center, Kishoreganj
